আগামী আনন্দ আমি চোখ বন্ধ করে অনুভব করি
আনন্দ আলোর কাছে সঁপে দেই আমার যা আছে!
তোমাকে পাবার যে ইচ্ছা আমার মধ্যে ছিল
তা অনুভব করছি বারংবার!
তুমি কি দেখছো কুয়াশার বৃষ্টি?
এরকম বৃষ্টি হরহামেসায় হচ্ছে আজকাল
তুমি ভয় পাও কালো রাতের ঘনকুয়াশার
আমি সব সময় ভয়ের মধ্যে থাকি।
এই কুয়াশা ঢাকা দিনে আমারও ভয় তোমাকে নিয়ে,তোমার বিশ্বাসে!
কালো রাত থেকে পূর্ণিমা রাত
সব তোমার কাছে ভয়ের
আমিতো ভেবেই পাইনা-কেন ভয় পাও তুমি?
আগামী আনন্দ আমি চোখ বন্ধ করে অনুভব করি
লোপায়িত বৃষ্টির মাঝে কখনো ভিজবে না তুমি
তাহলে শেষ হয়ে যাবে তোমার শৈল্পিক দৃষ্টি।
কখনো কি ভেবে দেখেছো কত পথ এখনো বাকী
আমাকে নিয়ে যদি আজ তোমার বড় প্রশ্ন
ভয় নেই প্রিয়তমা আমি তো প্রশ্নের জন্ম হতেই দেবনা
যতবার তুমি পরাজিত হবে-ততবার জয়ী হবার সম্ভাবনা থাকবে
অমাবস্যার কালো অন্ধকারে নিজেকে দেখার চেষ্টা করনা কোন দিন
পূর্ণিমার আলোর কাছে তাহলে তুমি গৌণ হবে
আশা তুমি করতেই পারো
যতটা আশা তোমার মধ্যে থাকে
আগামীর আনন্দের কাছে আমার চোখ পরাজিত হয়
আমি চোখ বন্ধ করে অনুভব করি অনাবিল আনন্দ।।