যাপিত জীবনের গল্প আসে দিন আসে স্বপ্ন দিনবদলের গানে, এই পথ এইযে আয়োজন সবই জীবনের জয়গানে, তুমিও এসো হে অবিনাশী মুক্ত কর হে...


যাপিত দিনের গল্প তবুও কি হয় শেষ, প্রতিমুহূর্তে প্রশ্নের জন্ম হয় কিন্তু দেবার কেউতো নেই।


স্বপ্নগুলো সত্যি হবে ভেবে স্বপ্ন এসেছিল এই ঘরে এই সংসারে, অথচ মিথ্যে ভেবে যদি ভুল করে থাক কি করে গ্রহণ করবে সেই স্বপ্নকে?


যাপিত জীবন এই ঘর এই সমাজ সবই আমাদের সুখ খুঁজে সুখ ছুঁয়ে দেখার আনন্দ আয়োজনে স্বপ্নগুলো সত্যিই হবে যদি তাকে জয় করে থাক পরম সুখে কিংবা দুখে।


অবিনাশী প্রেম সেখানেই জয় করে জীব এবং জীবনকে, এইযে জীবন এইযে জীবন জয়ের গান সবইতো আমাদের মুক্তির চির আনন্দ আয়োজন।