শিহরণ জাগা সেই রাতে ইলোরামাখা স্বপ্ন বুকে
যে রাতে প্রথম স্বপ্নের জাল বুনে ছিলুম
আমি গ্রামের
সহজসরল কিশোর হতে চেয়ে মাঠে চরিয়ে বেড়িয়েছিলুম কিংবা বিপ্লব ভাই আর জুয়েল ভাইয়ের মতো গোলকিপার হতে চেয়ে কষ্ট দিয়েছিলুম প্রিয়তম পিতাকে;
মা'য়ের বকুনি খেয়ে নিজেকেই লুকিয়ে ছিলুম অন্তর্লোকে।