তোমার যতই অভিমান  অনুরাগ থাকুক না কেন  
তুমিই মহারাণী ।
আমি অবিনাশী কবিতার মতো
উচ্চারিত  হয়ে দীপ্ত কন্ঠে ধারণ
করেছি তোমাকেই।
সব দোষ মেনে নিয়ে  ফিরে যেতে চাইলাম!
তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম ভালোবাসার আলিঙ্গনে।
জীবনে একটাই  স্বপ্ন ও সাধনা ছিলো ।
জীবন জয়ের যুদ্ধে আমি  কবি হতে চেয়েছিলাম।
যদিও কবিতা লিখতে পারিনি একটিও।
আমি কবি নই
হতেও চাইনা কোনদিন ।
ভালোবাসা সেতো অবিনাশী উস্ফলর হৃদয়  নিংড়ানো সুবাসিত গন্ধ।
মাতাল হাওয়ায় যুবক সেজে নিবেদন করা ।
কখনও কখনও প্রেমিক পুরুষ সেজে প্রখর রোদে  শষ্যের বীজ্যের সৌন্দর্য দেখে মনে আসে প্রেম।
আরও নিদারুণ কষ্ট ভুলে
তোমাকে আবিস্কার করেছিলাম
পরম সুখে দুঃখে!
স্বপ্ন যদিও তুমি দেখিয়ে ছিলে
মনের মুগ্ধতায়।
হে দেবী,
হে মহারাণী।
সব কিছু উজার করে দিয়ে
তুমি আমি আনন্দে গ্রহণ করেছিলাম ।।