অভিমানে লুকিয়ে যাওয়া মনে
আছে প্রেম লোপায়িত বৃষ্টি
এখানে পরাজিত তুমি আমি আমরা সবাই
অন্ধ না হয়েও নিজেকে অন্ধ মনে হয়।
তুমি অভিমান কর আর বিরহী বাতাস আমাকে কাঁদায়,
সমস্ত আবেগ আর অনুভুতি নিয়ে যদি তুমি আসো;
স্বপ্নময় দিনে তোমার অনুভুতি যেদিন আশান্বিত করেছিল সাজিয়েছিলাম সোনালী বাসর,
তোমাকেই ভেবে যদি তুমি নাই থাকো তবে...।
স্বপ্ন বুকে নিয়ে শুধুই তোমার কাছে প্রিয়তম, শুধু তোমার কাছে।
জীবকে উপভোগ করতে দুজনকে আরো আপন করে একটু একটু স্বপ্নের বাস্তবায়ন করতে চেয়ে;
একটু ভালোবাসা একটু সুন্দর আগামীর প্রত্যাশা নিয়ে।
ভালোবাসাকে তুমি অপরাধ বলতেই পারো, বলতে পারো সে অপরাধে আমিই অপরাধী।