সুনন্দিতা
আসুক শুভদিন
ঠিক যেমন আসে
জীবনানন্দ চির বসন্ত রুপে!
যে বসন্ত বাতাসের মত উড়িয়ে নিয়ে যায় আমাদের দুখের দিনের ভাঙ্গা ঘরের চাল;


প্রিয়তা,
যদি তোমায় প্রশ্ন করি?
আমার কষ্ট বুঝ?
তুমিই কী বলবে! না--
আমি বলি: তোমরা কেন এমন কর?
তুমি তখন বলবে নিশ্চয়ই মানুষ এমনিই!


মৌসুমী,
এই নাও ভালোবাসা!
এই নাও একটুকরো  স্বপ্ন, এই নাও একমুঠো উঠান, সবই তোমার জন্য যদি আসে আমাদের দিনবদল
প্রিয়তম।


নীলাঞ্জনা,
ভালোবাসা সেও তার জন্য,
অবিরামভাবে স্বপ্নে যে তুমি এসেছিলে...
সেও সুবন্দোবস্ত করে দিলে!
স্বপ্ন একবন্ধন মিলনমেলার
তুমি সেই পথে এসে দেখ
বিশ্বাসী মনে আসুক ফাগুন বাতাস,
একটা স্বপ্নইতো
নিশ্চয়ই আসবে এই বটগাছ তার পাতার ফাঁকেফাঁকে।