কাল রাতে ঘুম আসেনি
সমস্ত রাত বিছানায় কাটিয়েছি বলতে গেলে ছটফট করে।


একটা নির্ঘুম রাত
অসহ্যকর পরিস্থিতি গ্রাস করেছিলো,
নিমগ্ন হয়ে উঠে দাঁড়িয়ে মহা সংকটে
মানুষ হয়ে নতজানু।


আশংকিত আতংকিত মানুষ সৃজনে বদলে বন্দি
ঘোর অন্ধকারে অমাবস্যা
গিলে খায়
সমস্ত বিশ্বাস স্বপ্ন লালিত সত্যকে  
শিকলে বাঁধা জীবন কখনো মঙ্গল বয়ে আনে কি?


যদি পরাজিত হই
ঘোর অন্ধকারে
যদি গিলে খায় সমস্ত বিশ্বাস স্বপ্ন এবং বাস্তবতার মাঝে
তবে কি জয়ী হবে মানুষ জরাজীর্ণ দেহ থেকে লাভ হবে কি করে!


ভেবে দেখবার সময় নেই
ছুটে মানুষ,
পালায় মানুষ
হারিয়ে মনুষ্যত্ব;
ভূলন্ঠিত যেন না হয় মানব শক্তি
হিসেব করে দেখো
তোমার সন্তানকে প্রজন্মকে
লজ্জা নামক লজ্জা ঘিরে আতংকিত হয়েও হিসেব মিলাতে কেন ভয় হয়?


কাল রাতে ঘুম আসেনি
সমস্ত রাত বিছানায় কাটিয়েছি বলতে গেলে ছটফট করে।