যতই দূরে যাও
যদিও তুমি রেখেছো অনেক দূরে
তবুও মনে হয় এতো কাছে
আমার হৃদয়ের আঙ্গিনায়
তোমার অবস্থান।


আমি আনন্দিত হই
জীবন জয়ের গানে
ভালোবাসায় খুঁজে নেই আত্মবিশ্বাস
অনাবিল বিশ্বাসে নেচে উঠে মন
তারুণ্যে জাগায় প্রগাঢ় ইচ্ছা
তুমি আছো ঠিক আগের মতোই।


অনিন্দ্য বাতাসে আসে সুবাসিত গন্ধ
তোমার হাতে গুচ্ছোগুচ্ছো ফুল দেখে
এটা ফুল নয় অবিরাম সুখ
খুঁজে দেখে তোমাকেই
আবিষ্কার করেছিল আপন মনে
বিশ্বাসে ছুয়ে দেখার অনবদ্য প্রকাশ।


বলেছিলে প্রিয়তমা চেতনায়
শানিত করে রবীন্দ্রনাথ
মন্ত্রমুগ্ধের মতো উচ্চারিত হয়
জীবনকে জয়ের আনন্দ
হাসিগানে সুখদুঃখ
কবিগুরুর কবিতা গান আত্মবিশ্বাস জোগায়
আমি খুঁজে ক্লান্ত হয়নি কৃষ্ণকলিকে।


আমি কৃষ্ণকলিকেই ভালোবাসি
প্রিয় গান কবিতা কৃষ্ণকলি
আর রবীন্দ্রনাথ সেতো রক্তে প্রবাহিত হয় প্রতি মূহুর্ত।


দূরে থাক তাতে কী
খুব কাছে বিশ্বাসের বাতাসে
তুমি আছো বলেই অপেক্ষায় থাকি
একটি স্বপ্নের পথে হেটে যেতে মহারাণী।



অসমাপ্ত