যদি ঘুমিয়েই থাক তবে কি
আসবে কি ভাবে সুদিন?
অবিরাম সুখ খুঁজে কি লাভ বলতে পারো?
আমাদের বুকের ভেতর যে কৃষ্ণপক্ষ চেপে বসে আছে তাকে কোন সে আলো দিয়ে তাড়াবে?
কোন আলো আসবে
ঘুচাতে সব অন্ধকার।


অন্ধকার আছন্ন থাকে তোমার চেতনা
তাহলে আমাদের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে কি করে আলোর পথ দেখাবে?


আর কতো ঘুমিয়ে থাকবে বলতে পারো
যদি ঘুমিয়ে থাকবে তবে আলো আসবে কেমন করে!
প্রথম সূর্য উকি দিল অথচ তুমি এবং তোমরা ঘুমিয়ে থাকবে বলতে পারো।


মোটা ভাত মোটা কাপড়
ফসলি জমি
প্রান্তিক মানুষদের মধ্যে এটাই চাওয়া
আলো আসুক
আসুক আলো ঘুচাক সব অন্ধকার।