#আমি_ক্রুদ্ধ_হতবাক!
#স্তম্ভিত_লজ্জিত "জুয়েল" #ক্ষমা_কর


না সব চুপচাপ এখানে কেউ নেই
মানুষ বলে যারা অগ্নি হাতে হত্যা করে মানুষ;
সেই মানুষ গতকাল নেমেছিল পথে।
দেখাতে তেজ ধর্মকে বানালো হাতিয়ার।
ওদের বুক কেঁপে উঠেনি
একটুও জল আসেনি চোখে
পাষাণ হয়ে
শ্লোগান দিচ্ছিলো
হত্যা কর!
জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দাও!!


মধ্যে রাতে যখন
সংবাদ শুনছিলাম
একজন দূরের স্বজন জানিয়ে দিল!


শান্তিমগ্ন গ্রাম প্রান্তিক মানুষ হেমন্তের গাঙচিলের ঝাঁকের কলরবে যাদের ঘুম ভাঙ্গে
সেই চিরচেনা সবুজ প্রান্তরে পশুর চেয়েও
একদল হিংস্র পশু হত্যা করে যুবককে
একজন মানুষকে
একজন তারুণ্যের ছোঁয়া দীপ্ত কিরণে ঝলমলিয়ে সেও মানুষ।


তখন লজ্জা নামক লজ্জা রাতের পূর্ণিমা আকাশটাকে ঘিরে ধরে
এ যেন অমাবস্যার অন্ধকার!


স্তম্ভিত ব্যথিত হৃদয় কেঁদে উঠে আতংকিত হই এই সাধারণের ভিরে
লজ্জিত মস্তক নিয়ে ঘুমেরাও  আর আসতে চায়না
লজ্জায় অপমানে লুকায় মুখ প্রিয় সুপূর্ণিমা।


মানুষ পচে গেলে,
সমাজ দেশ মানচিত্র
এখানে কেউই পার পাবার কথা নয়
শান্তির বদলে অশান্তি দেখে
মুখ থুবড়ে পড়ে সমস্ত  সৃজন!


জয়ী হবে দুষ্ট শক্তি
লোভী মানুষ
পরাজিত মানবতা শৃঙ্খল ভাঙবার মন্ত্রেও
তখন কাজ হবেনা।


আপনি কোথায় হে অবিনাশী!
দেখে যান, কি দারুণ পাষাণ হয়ে দাঁড়িয়ে আছে মানুষ
একটা হুংকারে নিমিষেই শেষ করে দিন
একটি সৃজনশীল মানুষকে সন্তানহারা হল  পিতা-মাতা।


যারা জীবনের শুভমুহুর্ত গুলো বিসর্জন দিয়ে প্রিয় সন্তানকে মানুষ বানাতে চেয়েছিলেন।
সেই পিতামাতা বাকরুদ্ধ হতভম্ব
সন্তানের কথা ভেবে!!