অভিমানে
লুকিয়ে যাওয়া মনে
আসে প্রগাঢ় ভালোলাগা
এখানে জয়ি হয় হয়তো তোমার সমস্ত চাওয়া।


অভিমানে
পরাজিত হলে ভেবে দেখ প্রিয়তম কে ছিল তোমার
বসন্ত এসেছিল বাসন্তিকা
জয়ি প্রেমিক কবিও পরাজিত হয়
কবিতার কাছে নয়তো তোমার প্রেমে।


অভিমানে
বন্ধ করে রাখো মূঠোফোন
রাগে কাঁপে লুকায়িত ভালোবাসা
এখানে তুমি জয় ভেবে থাকলেও
জয়ি কি আসলে হয়ে ছিল
প্রথম ভালোলাগা কিংবা ভালোবাসা।


অভিমানে
অনুযোগ কর মেঘ হয়ে যায় কালো
দিনের প্রথম সূর্য দেয়নি তার নিয়ম করে আলো
ভালোবেসে যদি অপরাজিত থাকলে
কি করে বেসেছিলে ভালো।