অভিশাপ তুমি দিতেই পার
অনুযোগ তুমি করতেই পার, আমার বিরুদ্ধে?
না আর কোন অভিসারে ডেকোনা
ডেকোনা কোন স্বপ্নময় দিনে
যেখান থেকে এসেছিলাম ফিরে যাব আমার অন্ধকারময় ঘরে
যে আর কোনদিন আলো জ্বলবেনা
যে ঘরের বারান্দায় দাঁড়িয়ে আর কোন প্রেমিক-প্রেমিকা পূর্ণিমারাতে
আলোকিত হবে না, আর কোন রাতে ভিজবেনা জোছনার প্লাবনে।
ভেবনা বৃষ্টিস্নাত বিকেলে দরজায় তোমাকে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে হবে না কিংবা প্রখর রোদে পুড়ে যাওয়া শরীরে সুগন্ধ যুক্ত পাউডার মাখাতে হবে!
ভালো থেকো অনেক ভালো! যেখান থেকে এসেছিলাম ফিরে যাচ্ছি সেখানেই।।