অনুভুতিগুলো আজ কেন জানি ভোঁতড়া হয়ে যায়
গৌন হয় সব স্বপ্নের রঙ কখনো পরাজিত
সারাদিনমান শুধুই ব্যস্ততা
সমাজ
সংসার
রাজনীতি
চেয়ার কিংবা ক্ষমতা।


সবুজ বলে যদি কিছুই নাই রাখো সবুজময়তায়
তাহলে থাকবেনা কেউই
একা কি করে পাড়ি দেব এই পথ
যদি সবুজ শেষ করে দাও আমার আমাদের?