অনিন্দ্য আয়োজনে আমিও সামিল হয়েছি
কি অসাধারণ প্রানবন্ত উপস্থিত ছিল সে আয়োজনে।
তুমি ছিলে সেই সুময়ে ছিলাম আমিও অনেক পথ পারি দিয়ে এসেছিলাম তোমার শহরে
একটা স্বপ্ন ছিল একটা স্বপ্নের বাস্তবায়ন হবে এই ভেবে তৈরি করে স্বপ্নের সারথি হতে চেয়ে নিজেকে সঁপে দিতে চাইলাম তোমার কাছে, স্বপ্ন দেখানো স্বপ্ন ছুঁয়ে দেখার অনবদ্য ইচ্ছা জেগে উঠেছিল মনে।
তুমিই স্বপ্ন দেখতে শিখিয়ে ছিলে জীবন জয়ের গানে একটা স্বপ্নের বাস্তবায়ন হবে আমরা দুজন মিলে পরিবর্তন করতে।
আমিতো অপেক্ষা থেকে জীবনে শুভমুহুর্ত উপভোগে এগিয়ে গিয়েছিলাম তোমার ডাকে সারা দিয়ে।
সব ভুলে গেলে পরাজিত হয় ভালোবাসা আমি পরাজয় চাইনি
চেয়েছি শুভমুহুর্ত উপভোগ করবো তুমি আর আমি
সাজাবো জীবন সুন্দর স্বপ্ন দেখে।
এখন সব অতীত কথা তুমি হয়তো ভেবেছো ভুলে গেলেই ভালোবাসা অতীত হয়ে যায়;
ভালোবাসা কি শেষ হয়?
প্রশ্নের জন্ম হলে উত্তর জানতে ইচ্ছে করেনা তোমার প্রিয়তমা?
তবুও ভালোবাসা অবিনাশী যার কোন শেষ নেই।।