কার জন্য অপেক্ষা
যে অপেক্ষা অনন্তকালের!
অপেক্ষা যদি স্বপ্ন দেখায় তবে কেন অনন্তকাল অপেক্ষা?
স্বপ্ন এবং বাস্তবতায় তুমি কোন স্বপ্ন দেখতে চেয়েছিলে।
তবুও অপেক্ষা নাকি স্বপ্নের সাথে মিছে অপেক্ষা,
জীবন যেমন বয়ে চলা নদী
নদীর মতো চলমান জীবনে বদলে যাওয়ার নাম কি তবে স্বপ্ন
কার জন্য অপেক্ষায় রইলে
যে অপেক্ষা তোমার অনন্তকাল!
অবিনাশী ভালোবাসা তোমার জন্য রেখেছিল কি?
ভালোবাসার তুমি কি পরাজিত হয়েছিল? সেখানে স্বপ্ন এসে দেখা দিল চুপিচুপি;
অনন্তকাল অপেক্ষায় রেখে স্বপ্ন কি সত্যিই আসে ভালোবাসার কাছে।