নদী ও মোহনায় মিসে
থাকো তুমি আর আমি না হয়
অথৈ জলে নামিয়ে রাখি নৌকা
জীবন মাঝি থেমে গেলে
পরাজিত হবার আশংকা থাকে
হে দেবী হে মহারাণী।


তুমি অবিনাশী কবিতা প্রগাঢ়তা
কবি আবিষ্কার করেছিল
কবি ও কবিতা মাঝে
দূরত্ব তৈরি হলে জয়ী হবে কি
জীবন কিংবা মানুষ?


নদীর মতো চলমান জীবনে
কতটা দূরে গেলে তুমি
সুখময় অনুভূতি ছুঁয়ে দেয়
ভেবে দেখো হে দেবী হে মহারাণী।