থেমে গেলে চলবে কি করে এগিয়ে যেতেই হবে যতই বাধা আসুক, সংগ্রামই এনে দেবে মুক্তি; ভয় কেন পাও? ভয় পেলে চলবে কি করে।


বিশ্বাস রেখো হে বিপ্লবী
একদিন স্বপ্ন আসবে আমাদের ঘরে-
আসবে বিপ্লব
সাম্যের জন্য -
যে বিপ্লব ভাসিয়ে দেবে সকল অনাচার।


ধর্মের নামে অধর্মিকরা আমাদের বুকের ভেতর পাশানের মতো চাপিয়ে দিতে চেয়েছিলো ১৯৭১ সালে
আমরা কি তখন ভিরু হয়ে গিয়ে পরাধীনতা মেনে নিয়েছিলাম?


না! আমরা বীরের জাতি
হাজার বছরের অত্যাচার সংগ্রাম অসাম্প্রদায়িকতা
রবীন্দ্রনাথ- নজরুল- জীবনানন্দ আমরা তাঁদের সন্তান আমাদের রক্তে  তাঁরা প্রবাহিত হয় প্রতিমুহূর্ত শিরায়-উপশিরায়।


ভয় পেওনা এগিয়ে যাও, তুমি ভয় কে পাও বিদ্রোহী হও বিদ্রোহ করো বিদ্রোহই ধ্বংস করবে
পুঁজিবাদের
শান্তির বার্তা এনে দেবে শিশির হয়ে প্রগতির পথে।



_____________


সবাইকে বিশ্ব কবিতা দিবসের
শুভেচ্ছা ও অভিনন্দন।।