তুমি কোন পথ ধরে হেটে যাও হে দেবী হে মহারাণী?
অবিনাশী যে পথের শেষ প্রান্তে অপেক্ষায় থাকে চিরনতুন গানে প্রান্তিক মানুষ স্বপ্ন দেখে নিদারুণ সব কষ্ট ভুলে-
তুমি কি তাদের দেখাবে আলো ঘুচাতে অন্ধকার।
তুমি কোন পথ ধরে হেটে যাও হে দেবী হে মহারাণী?
প্রান্তিক মানুষ স্বপ্ন দেখে তোমার জন্য জয় করে অবিনাশী পথ
জয় করে পরম সোহাগে ভালোবেসে সোনালি ফসল ফলায় আমাদের অন্ন জোগায় বেঁচে থাকতে খাদ্যশস্য ফলিয়ে
কৃষক কৃষাণী ঝর বৃষ্টিতে ভিজে কিংবা প্রখর রোদে পুড়ে
তাদের দুঃস্বপ্ন ঘিরে থাকে চিরনতুন স্বপ্ন
তুমি কি সেই স্বপ্নের পথে এগিয়ে যেতে চাও;
তুমি কোন পথ ধরে হেটে যাও হে দেবী হে মহারাণী?
সাম্যের চির আনন্দে জয়ী হয় মানুষ প্রেমিক বেশে জয় করে অবিনাশী স্বপ্নকে।
সংগ্রাম সত্যি সংগ্রামই সুন্দর আর এই সংগ্রামে লুকিয়ে আছে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্বলিত সাংস্কৃতি যার রক্তে রাঙানো ইতিহাস খচিত আমাদের ইতিহাস সংগ্রাম।
তুমি কোন পথ ধরে হেটে যাও হে দেবী হে মহারাণী?
শ্রমিকদের শ্রম আর ঘামে দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতি যারা পরম সুখে দুখে জয় করে দেশ ও মানুষকে।
তুমি কোন পথ ধরে হেটে যাও হে দেবী হে মহারাণী?
নাকি ভুলে গেলে সব ইতিহাস ঐতিহ্য
আমাদের সংগ্রাম ময় দিন
রক্তে কেনা প্রাণের স্পন্দনে প্রিয় বাংলাদেশ।