একটা অন্ধকার তোমাকে ঘিরে ধরে আছে
হতে পারে সেটি কৃষ্ণপক্ষ
প্রগাঢ় অন্ধকার।


তুমি লুকিয়ে থাকা একটি চাঁদ অমাবস্যা গিলে খেতে চায়
অন্ধকারে মিলিয়ে গেলে
আলো আসবেনা
কারণ বিশ্বাস করে এগিয়েছিল
সেটা নিশ্চয়ই ভুল ছিল!


যদিও ভুল থেকে শিক্ষা নেয়া জরুরি ছিল।


তুমিতো অসাধারণ মানুষ
আমাদের স্বপ্নের সারথি
যে গান গেয়েছিল সংগ্রামী বিপ্লবী মানুষ
যারা জীবনের বিনিময়ে আমাদের
দেখিয়েছিল পথ
হাতের মুঠোয় অগ্নি স্পর্শ করে জ্বালিয়েছিল আলো
মুক্তির চির আনন্দে।


একটা আলো চাই
যে আমাদের অন্ধকার চিরদিনের জন্য বিদায় করে মনে দিবে শৃঙ্খল ভাঙবার মন্ত্রের মতো উচ্চারণে
গাইব গান সমস্ত দুঃখকে বিদায় করে!


এসো প্রিয়তমা এই অন্ধকার ভেদ করে
জাগাও চেতনা বিপ্লবে, সাম্যে আর প্রগতির অগ্রভাগে।