বিপ্লব চাই বিপ্লব
সময়ের সাথে লড়াই করার জন্য চাই বিপ্লব।


জেগে উঠো তারুণ্য
হে সংগ্রামী বিপ্লবী
এই সময় তোমাদের বড়ো বেশি প্রয়োজন;
জেগে উঠো হে স্বপ্নবান মানুষ
সময় তোমাকে ডাকছে
দাঁড়িয়ে যাও লাইনে
মিছিলে মিছিলে প্রকম্পিত কর
শহর থেকে গ্রাম কিংবা প্রান্তিক কোন জনপদের।


বিপ্লব চাই বিপ্লব
সময়ের সাথে লড়াই করার জন্য চাই বিপ্লব।


সংগ্রাম আত্মত্যাগ নিঃস্বার্থ ভালোবাসা
ত্যাগ কর নিজেকে
ভাবতে হবে সাধারণের কথা
কৃষক শ্রমিক দিনমজুর
যারা জীবন বাঁচাতে নেমেছে রাজপথে সংগ্রামে
মিছিলে।


বিপ্লব চাই বিপ্লব
সময়ের সাথে লড়াই করার জন্য চাই বিপ্লব।


বিপ্লব চাই সাম্যের
চির আনন্দে বিমোহিত
এই বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান
জেগে উঠো তোমরা
বিপ্লবের গানে আওয়াজ তোল
শ্লোগান দাও
সংগ্রাম সত্য সংগ্রাম সুন্দর।।


বিপ্লব চাই বিপ্লব
সময়ের সাথে লড়াই করার জন্য চাই বিপ্লব।