রয়ে গেলাম বিধ্বস্ত বৃক্ষের মতো
অদ্ভুত বাতাস ফেলতে পারেনি,
অনুরক্ত খেয়ালে হংস মিথুন জাগে
সমুদ্র ঢেউ তোলে বুকে।
সেই ছবিটি ভেসে গেল কোথায় কবে
গভীর হতে উঠে আসে দীর্ঘশ্বাস,
মন ভেসে যায় সেই তার সাথে
চৈতালি হাওয়ায় শুষ্ক পাতা ঝরে পড়ে।
আবছায়া আঁধার ঘিরে থাকে
নিঃশব্দে থেমে যায় জীবন স্রোত,
সেকি নেই পৃথিবীতে
বেঁচে থাকার অভাব বোধ জীবনে।
বিষাদ অনুভূতি অগ্নি শিখা আবদ্ধ করে
জীবনের ক্রান্তিলগ্নে এসে
মন কেন অশান্ত হয়ে ওঠে ?
দুঃখময় পরিনতি বিধ্বস্ত বৃক্ষের মনে!