প্রিয়তমা
তোমার দেয়া স্বপ্ন দেখতে আমিও একটা স্বপ্ন দেখেছি
দিনবদলের স্বপ্ন!
স্বপ্ন সত্যি হলে
দেখবে আমিও তোমার হবো!
প্রগাঢ় জ্যোৎস্না হয়ে উঠে ভিজিয়ে দেবে সমস্ত বিশ্বাস।


অবিনাশী প্রেমে যেমন জয়ী মানুষ
প্রেমিকার শরীর ছুঁয়ে দেখার অনবদ্য ইচ্ছা
যদিও আমি প্রেমিক নই
নই তোমার প্রেমিক পুরুষ।


ভালোবাসা বদলিয়ে দেয় সব
এখানে অনুযোগ অভিমান
অনুরাগের মধ্যেই
লুকায়িত থাকে ভালোবাসা।


তুমি যেদিন প্রথম সূর্যের মতো
রাঙিয়ে দিয়েছো মন
চিরবসন্ত অনুভব করে
তখন স্বপ্নরা পাখা মেলে খুঁজলো
তোমার অস্তিত্ব
খুঁজলো প্রেম;
প্রেমিকা হতে ছিল তোমার উপস্থিতি
বিশ্বাস রেখো হে প্রিয়তমা
স্বপ্ন মাখা সূর্যের সাথে
তাল মেলাতে গিয়ে
হয়তো ভালোবেসে ফেলেছি।


কবি ও কবিতা
যার অবস্থান আগের মতো
শুধু তোমার উপলব্ধি
অসাধারণ মুগ্ধতা
এখনো জাগিয়ে রাখে
প্রথম কিংবা শেষ রাতের
সাহসী স্বপ্নের মতো!