তুমি বললে বিশ্বাস আর ভালোবাসা এই দুটো বিষয় এখন নেই আগের মতো "ভালোবাসলে শুধুই কষ্ট পাবে, বিশ্বাস করবে তাহলে ঠকবেই "
আমি বলি ভালোবাসা ছিল যেমন এখনো আছে আগের মতো, বিশ্বাস করেই বিশ্বাস অর্জন করা যায়
বিশ্বাস না থাকলে ভালোবসাসা হয় কি করে?
তুমি যদি ভালো না বাসলে বুঝবে কেমন করে সেখান ভালোবাসা আছে?
ভালোবাসার কাছে যদি পরাজিত হবে সেটাই ভালোবাসা
ভালোবাসার কাছ পরাজিত না হয়ে থাকলে তাহলে কেমন করে বলবে সেটাই ভালোবাসা?
বিশ্বাস তোমাকে করতেই হবে কারণ বিশ্বাস মানুষকে স্বপ্ন দেখায়।
ভালোবাসা আছে বলেই তুমি আছো
স্বপ্ন এবং বিশ্বাস এনিয়েই আমাদের জীবন
সত্যিকার অর্থেই আজকের সন্ধ্যাটা এলো শুভ সন্ধ্যা হয়ে আর তুমি মুগ্ধতায় ভরিয়ে দিলে গানে আর আলোচনায়।