তবুও স্বপ্ন দেখে মন
অপেক্ষা করে স্বজন
কিংবা প্রিয়তমা
স্বপ্নটা কি সত্যিই বাস্তবায়ন করা যায় নীলাঞ্জনা?
তুমিই বলেছিলে
শেষ রাতে স্বপ্ন নাকি সত্যি হয়!
কতগুলো বসন্ত চলে গেল
চলে একটি একটি করে আঠারোটি বছর!
স্বপ্নের বাস্তবতা কবে দেখবো বলতে পার নীলাঞ্জনা?


যেদিন প্রথম তোমায় দেখে ছিলাম
ভালোবাসার লুকায়িত আলিঙ্গনে সেদিই যে স্বপ্নের বীজ বপন করেছিলাম,
'স্বপ্ন আসুক আমাদের ভাঙ্গা ঘরের চালের ফুঁটো দিয়ে'
স্বপ্ন আসবে তুমিই বলেছিলে!
কিন্তু কতগুলো বছর চলে গেল জীবন থেকে
শুধু জীবন জয়ের গানে নীলাঞ্জনা।


স্বপ্নটা আজ যদি সত্যি হতো
যদি তুমিও থাকতে পাসে
তবে নিশ্চয়ই স্বপ্নের পথে হেটে যেতাম অনায়াসেই  
গান গাইতাম সমস্ত অনুভূতিতে
থাকতো স্বজন চির আপন
প্রজন্ম...


সব চাওয়ার পূরণ হতে নেই
সব কিছু পূরণ হলে জয়ী নাকি
হতে পারেনা জীবন;
নীলাঞ্জনা সব পূরণ হলে স্বপ্ন হয় সত্যি?
আর বিরহ না থাকলে
কবিও নাকি হওয়া যায়না?
বলবে নীলাঞ্জনা?