হঠাৎ করে পাওয়া
হঠাৎ করে চলে যাওয়া
যদি চলে যাবে তবে এসেছিলে কেন?
এখানে প্রাপ্তি বলে কী থাকে?
স্বপ্ন এবং বিশ্বাসের সাথে যুক্ত থাকে প্রগাঢ় ভালোবাসা,
লুকিয়ে যায় চাঁদের আলো লুকায় মুখ বিশ্বাস
যদি প্রশ্নের জন্ম হবে প্রতিদিন
কিন্তু উত্তর কোথায়!
তবুও মানুষ ছূটে যায়
জীবন থেকে জীবনে...
অবিনাশী সে মানুষ স্বপ্ন দেখে।
কখনো আসো তুমি প্রগাঢ় বিশ্বাসে
যদিও অভিমানী তুমি মিছে ছলনায়
ভালোবেসে জীবনকে আন্দোলিত করতে
পরাজিত হতে না চাইলে কখন যে পরাজিত হয় সেজন কি জানে!হয়তো পরাজিত তোমার ভালোবাসায়!
হঠাৎ করে পাওয়া
হঠাৎ করে চলে যাওয়া
এখানে প্রাপ্তি বলে কিছু কী থাকে বলতে
পারো সুনন্দিতা?



_________
সম্পাদনা
১৮.০২.২০২১
লালমনিরহাট।