সুনিপুণাকে নিবেদন


জানালা বন্ধ করে দাও
বন্ধ কর দরজা
এই ঘরে আর আলো আসবেনা
বন্ধ কর দরজা জানালা!


কেউ কি আছো
বাইরে
শুনতে পাচ্ছো কি আমার ডাক?
জানালা বন্ধ কর দরজা বন্ধ কর।


এই ঘরে আমি আর কেউই আসবেনা
আসবে কোন আলো!
এখানে কেউ কি নেই?
শুনছো কি?


না
আমার আর কাউকেই প্রয়োজন নেই
এখানে কাউকে দরকার হবেনা কোনদিনই-
আলো থেকে সরিয়ে নিয়েছি নিজেকে
ওরা প্রগতির কথা বলে চুরি করেছে আমাদের সোনালী ফসল
রাতে আলোকময় চাঁদ,
যারা অন্ধকারে থেকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলো
কৃষ্ণপক্ষে তারাই বেচে দিয়েছিল হিটলার করেছিল আপন
আমিতো তাদের কাছে আলো চাইনি!


ওরাই হত্যা করেছিল ত্রিশ লক্ষ প্রাণ
লুণ্ঠন করেছি মায়ের সম্মান
যে শিশু হামাগুড়ি দিয়েছিল
এই বাংলা মায়ের কোলে
সেও আজ প্রতিজ্ঞাবদ্ধ


পিতার রক্তের ঋণ শোধ করবার সময় এখনো শেষ হয়নি
সংগ্রাম চলবেই।।
জাতির পিতা চিরশান্তিতে ঘুমিয়ে আছে টুঙ্গিপাড়ায়,
যার সংগ্রাম আত্মত্যাগ
নিঃস্বার্থ ভালোবাসা
মানুষের চিরকল্যাণে।


তিনিও মাথাও উপরে দাঁড়িয়ে
অবলোকন করেন
আত্মজ জয়ের মতো
তিনিতো স্বজন আমাদের আত্মার আত্মীয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বিজয়ী বীর আত্মমর্যাদা রক্ষা করতে নিজেকে উৎসর্গ করেছেন
আমাদের জন্য।


তাঁকেও অন্ধকার করেছো তোমরা
সেই নরপিশাচ একাত্তরের খুনি
লুকিয়ে অমাবস্যার অন্ধকারে
এখন তোমার যদি আলোর পরশ দিতে চাও আমাদের জন্য
তবে বিশ্বাস রেখো হে হন্তারক
আর যাই হোক না কেন
আমি আর আলোকিত হতে চাইনা!


অন্ধকারই ভালো
এখানে কেউ নেই
কাউকেই আমাদের দরকার নেই
এই জানালা বন্ধ
বন্ধ করে দিলাম
দরজাটাও
মিথ্যাবাদীর দল।



অসমাপ্ত
-----------


সাপটানা সড়ক,
বাহাদুর মোড়
লালমনিরহাট।