আজ অনেকদিন পর তোর সাথে কথা;
আমি বললুম এই বনলতা
তোর বয়স কত?


তুই মিছকি হাসিতে বললি তেইশ!
অবাকজলপান
পিচ্ছি তুই
তবে তোর লেখায় একটা
অনবদ্যতা খুঁজে পাই।


অনিন্দ্যসুন্দরে অনিন্দ্য প্রকাশ
তোর কাব্য,
কবিতা।


যা মন ছুঁয়ে দেয়
আমার মত নগন্য পাঠকেও
সত্যিই তুই অনিন্দ্য আর তোর লেখা অসাধারণ।


তুই কবি অনন্ত প্রেম আর প্রকৃতিতে
তোর লাবন্যকে যদি ছুঁয়ে দিতুম;
হাসি পেলো বুঝি বনলতা তাই না?


কদিন ছিলুম তোর শহরে
অথচ তোর দেখাই পেলামনা!


কি করে কবি হলি
আমায় একটু শিখিয়ে দিবি;
যদি কবি হই
যদি জয় করি সমস্ত সত্যকে
তবে ভেবে নিস
আমিও আছি
তোর অবিনাশী সৃষ্টিতে।


মধ্যরাত এখানে কেউ নেই
একা যদিও তুই মনে হয় ঘুমিয়ে গিয়েছিস;


আমি জেগে থাকি
রাত যে প্রিয় বেশি
কাউকে দেখিনা
কেউই আমায় দেখে না!
কি দারুণ তাই নারে বনলতা?!


_____♥___
রচনা
১৬.০৮.২০২০
বগুড়া
বাংলাদেশ।