কত সহযে বদলে যাও
বদলে যায় তোমার অবয়, কণ্ঠ,
রুদ্রমূর্তি ধারণ কর তুমি!
আর আমি তখন বিষাদময় জীবনে নেমে আসি অন্ধকারে।
জীবন কি আলোকময়?
যা তুমি দেবার চেষ্টা করনি কোনদিনই!
যদি বলি তুমিই থমকে দিয়েছো জীবনের গতি;
হ্যাঁ সত্যিই তাই।
দুঃখের দিনে নাইবা এলে ভেবেই যদি থাক সুখময় অনুভুতিতে আসবে কি করে।
ভেবেছিলাম বাবাতো নেই চলে গেছেন পরপারে জন্ম ধারিনি মা তাঁর পাশে থাকবে একটু সময়ের জন্য। ভুল ভাবনা চিন্তাওটা যে ভুল ছিল আমার।


অসমাপ্ত