এখন বসন্ত
প্রকৃতিক সাজে অপরূপ লীলাভূমি
ভরে যায় মাঠ ফসলি জমি
ফুলে আর ফলে।
প্রেমিক কিংবা প্রেমিকা
ফাগুনের আগুনের উষ্ণতা হৃদয়ে
কখনো কখনো পরাজিত প্রগাঢ় ভালোবাসায়।
মধ্যে রাতে জেগে উঠে  নীলাভ্র হয় শরীর তেজোদৃপ্ত লুকায়লি কামনা রক্তমাখা অনুভুতি।
এখন ভোর চারদিকে শুভময় দিনের আভাস যুবক একা বিছানায়...
বসন্ত দিনে কেন আকাশ চমকে উঠে
শীতল শরীর একি চায় বুঝতে চেষ্টা করবার আগে আসে বৃষ্টি!
যুবতি শিশির সিক্ত ঘাসে পা রাখে..
আবেশিত হয় মন আর শরীরের প্রতিটি ভাজে
কি এক অজানা অনুভুতি এসে দাঁড়ায়  রক্তক্ষরণের উষ্ণতা টের পায়....
কুয়াশা সিক্ত যুবতি হাত বাড়ায় সূর্যপথে।