অবিশ্বাস তোমায় ঘিরে রেখেছে সুনন্দিতা!
বৃষ্টি জলে এসো ভিজি অবিশ্বাস ধুয়ে দেই
সমস্ত তোমার।
আজ বৃষ্টির কাছে প্রার্থনা সাজিয়ে অপেক্ষারত কবি জানিয়ে দেয়
তার আগমনী বার্তা বৃষ্টি হলে পুলোকিত মন শরীর আর
প্রশান্তি আসে চারদিকে-
ভেজে মন, সমস্ত মাঠ, জমি আর ফসলি প্রান্তর।
প্রান্তিকরা আমোদে নেচে উঠে -
কৃষাণীর হাসিতে লাবণ্যময়তা আসে...
কৃষক হয়ে যায় তখন সুপুরুষ পরম মমতাময় ভালোবেসে এগুয় রাতে প্রিয়সখীর কাছে...
শেষ রাতে সাহসিনী কৃষাণী তেজোদৃপ্ত
আজ ছুঁয়ে নেবে প্রশান্তির কামনা;
জয়ি হবে ভালোবাসা বাধাও মানবেনা কোন কিছুর।
কৃষক ভালোবাসা অনুভব করে মনে শিরায় উপশিরায়...।
ভালোবাসা অবিরামভাবে জয় করে আপজনকে, নিজেকে, প্রিয়স্বজনকে, প্রিয় মানুষকে।
বৃষ্টি হলে জয়ি হয় মানুষ, প্রকৃতি, তুমিও জয়ি হতে পার!
জয় করতে সমাজসংসার তোমারি জীবনকে।
নীলাম্বরীকে দেখেও শিখতে পার, পার
অপরাজিতা হতে কিংবা অমিতের চিরলাবণ্য।



আসছে...