দিতে পারেনি কিছুই তুমি যা চেয়েছিলে
আলো ভরা দিন সবুজ মাঠ মেঠোপথ সোনালি রোদ্দুর কিংবা অঢেল স্বপ্ন।


তবে আমার যা ছিল সবই দিয়েছি
যদি বল তোমার পাওয়া শেষ হয়নি তবে দিয়ে দেবো আমার নিঃশ্বাসের শেষ শব্দ।


চাওয়া আর পাওয়া খেলায় আমরা বড্ড বেশি ভাবি যা আছে তাতে কি আর একটু বেশি চাই সব কিছু শুধু হবে আমার! তুমি তাদের দলে এটা ভেবে দেখিনি আগে এখন বুঝছি বুঝতে চেষ্টা করছি।


অল্পতে খুশি হতে হয় যা আছে তাই নিয়ে প্রেম কিংবা প্রেমময় জীবন পেতে চাইলে আগে প্রেম পুজারি হতে হয়, প্রকটভাবে উপলব্ধি করে দেখেছো কি কখনো? আমার যা আছে তা নিয়েই সুখী চাওয়া পাওয়ার খেলায় নিজেকে বদলাতে চাইনি।