অভিনয় করলে
তুমি অনেক বড়ো অভিনেত্রী হতে পারতে!
অসাধারণ তুমি;
অসাধারণ তোমার অভিনয়!
এই অভিনয়ের জন্য যদিও কোন উপহার নেই!
কিন্তু আমি দেবো উপহার
সে রক্তক্ষরণ
প্রতি মুহূর্তে আমার মনে
শরীরে,
শিরায় উপশিরায়;  
যদিও মিথ্যাকে প্রশ্রয় দেওয়া বড়ো ভুল ছিল
ভুল ছিল বিশ্বাসের উপর দাঁড়িয়ে
স্বপ্ন দেখা;
অবিশ্বাস ঘিরে আতংকিত হই
পরাজিত হতে চাই
বিশ্বাসের ভেতর;
তুমি কৃষ্ণপক্ষ মধ্যে রাতের চাঁদটা ঢেকে দেয়া কৃষ্ণপক্ষ!
কবির যখন ঘুম আসে তখন ভোর
শেষ রাতের সাহসী স্বপ্নের মতো তোমাকে আবিস্কার করেছিলো কবিতায়!
মিথ্যা ছিল স্বপ্ন এবং বিশ্বাস
বাস্তবতা যে কবি উপলব্ধি করেনি
অভিনয় করলে সেটাও বুঝতে পারেনি কবি ও তার কবিতা।



---------♥√
ভোর ৪টা
১৭.১২.২০২০
পুরানা পল্টন, ঢাকা।