কাল রাতে তুমি কি আকাশ দেখেছিলে
বৃষ্টি আর চাঁদ লুকোচুরি খেলছিল
একধরণের প্রতিযোগিতা মেতেছিল দুজন
কে কাকে হাড়িয়ে দেবে এই নিয়ে চলছিল অনেকটা সময়।
কবিও জেগেছিল! বলতে গেলে সারারাত বৃষ্টির রিমঝিম শব্দে এঁকেছিল স্বপ্ন যখন চাঁদ উঠে বিস্তার করে সমস্ত আকাশ; কবিরও ভালোবাসা এসে ভর করে শরীরে মনে আর রক্তের প্রগাঢ়তায়।
কবি স্বপ্নে এঁকেছিল ইলোরাকে যে এখন এক সন্তানের জননী কবিকে ভুলে হয়তো আছে মহাসুখে! আজ এই মধ্যরাতে কবি তার লেখা প্রিয় কবিতার একটি আবৃত্তি করে-
প্রিয়তমা তোমার বসন্ত শুরু হলে আমি জানি তুমি অনেক ভালো আছো বসন্ত বাতাস তোমায় সুখময় অনুভূতির স্পর্শে রেখেছে তাই প্রার্থনা সাজাই পুর্ণাথী হয়ে -
'ইলোরা আজ আর আমার বসন্ত নেই'।
কবি আবার আকাশের দিকে তাকায় এখন চাঁদ নেই সারা আকাশ যে মুখগুমড়ো করে আছে! কবি তবুও আকাশ দেখে, ক্রমশ কবির মনটাও গম্ভীর হয় আর আকাশ একটানা কেঁদেই চলে।
কখন যে ঘুমিয়ে পরেছিল কবি তার মনে নেই! যখন ঘুম ভেঙে যায় তখন সারা আকাশ জুড়ে সোনালি রোদ সব কিছু আলোকিত; কবিও মৃদুস্বরে হেসে উঠে আর বলে:
আর একটি দিন পার করেছি আর একটি নতুন স্বপ্নে এলো আলোকময় দিন।