এখানে ভরা পূর্ণিমা
শরীরে শরীরে ভালোবাসার গন্ধ
লুকায়িত চাঁদে হাসি মাখা মুখ
কতটা কাছে এলে শরীরে হয়
শ্রাবণধারা নীলাঞ্জনা!!


শেষরাতে সাহসী স্বপ্ন
যদি গড়ে দেয় বিশ্বাসের ভীত;
যদি বানের প্লাবনে ভেসে যায়
কৃষাণীর কুড়ে ঘর?
তাহলে ভরা জোছনার প্লাবন
ছুঁয়ে দেখে কি লাভ নীলাঞ্জনা?


ছুঁয়ে যায় ছুঁয়ে দেয়
জল-জ্যোৎস্না
জয়ী ভেবে সমুদ্রে নামে
রাতের নিস্তব্ধতা
আকাশে হেসে
সুখপূর্ণ প্রেমিকা তখন চাঁদ।


স্পর্শে অনুভূতির জন্ম হলে
পুলকিত মন,
লুকায়িত কামনা শরীরে শরীরে;
ভালোবাসা সুভাষীত গন্ধে
পাগল হল পাগলপারা!
তবে আজ স্পর্শের অনুভূতি
জাগাতে চলে এসেছো তুমি-
--"চাঁদ সমুদ্র আর জল-জ্যোসস্না"-
-নীলাঞ্জনা।