নদীর মতোই ছুটে চলা জীবনে
তুমিই নদি আমার জীবন নদী।
বয়ে চলে নদী কোথাও একটু জল,
হয়তো হাটু অবদি,
আবার অনেক গভীর যেন অথৈ জল
যার মনে হয় শেষ নেই!
আমি সাঁতার কেটে কোথাও হই পাড় এ যেন নদী শেষ নেই।
নদীর মতো চলমান জীবন তুমি আসো নদী হয়
চলি ছুটে অবিরাম
যেখানে শুধুই তুমি আর আমি।।