উৎসর্গ: কবিপ্রিয় পপি
পারমিতাকে নিবেদন


আজই তোমার কন্ঠ আবিষ্কার করলুম
ঠিক যেন নবীণ কবির প্রথম কোন পত্রিকায় তারই লেখা প্রকাশিত হলে
যে আনন্দ ছুঁয়ে যায় সমস্ত মন জুড়ে।


আমারও একটা ভালোলাগা আছে,
একটা ভালোলাগা অনুভূত হল মনে শরীরে
অনন্ত পথে যেন বিছানো বকুল ফুলের  আলপনার মত,
মাঝে মাঝে মনে হয় তুমি যদি বৃষ্টি হতে ছুঁয়ে দিতে প্রশান্তি জলে।


মরুময় বুকে প্রশান্তির জল!
ভাবছ! ব্যাপারটা প্রভাতের সূর্যের মতো বুলিয়ে দিয়ে,
নিশ্চয়ই হাসি পেল!
যদিও হাসিতে বরাবরই অসাধারণ তুমি।


ছুঁয়ে যাওয়া বৃষ্টি
অবিনাশী প্রেম
কখন যে ভুলে গিয়েছি প্রেম নামক শব্দটা!
সংসার নামক যাতাকল আমায় করেছে সংসার বিবাগী।


থমকে যাইনি
হতাশও হইনি
এগিয়েছি প্রতিটি মিনিট হিসেব করে জীবনের বাস্তবতায়।


আমি জয়ী হতে চাই
প্রিয়তম পিতার আর্দশ মেনে
জয় করি পরম সত্যকে
প্রিয় মাতা
ভাই- বোন
প্রিয়বন্ধু
প্রিয়স্বজন।


একটা স্বপ্ন আছে
যদি তুমি জয় কর মরুময়তাকে
যদি নিয়ে আসো জীবনবসন্ত
তবে এসো কবিপ্রিয়
আসন্ন শারদউৎসবে
গাঁথি মালা কুড়িয়ে ফুল
হোক না সে একটি একটি করে।।


-বিক্রমাদিত্য গুপ্ত