সব  জানালা দরজা বন্ধ, এখানে কোন আলো ঢুকবেনা।  
কোন আলোর ঝলক এ ঘরে আসবেনা
শুধুই আমি একা আর অন্ধকার ঘর।
আজকাল অন্ধকারই বড়ো প্রিয়,
এ অন্ধকারময় সমাজসংসার সেখানে আলো আসতে নেই।
যদিও পরিবর্তন আসবে বলেই অপেক্ষা
অপেক্ষা যদিও স্বপ্ন বুনে
অন্ধকারে আচ্ছাদিত মন  একারই,
অন্য কেউই আর থাকবে না।


আজকাল নিকষ কালো আঁধারটা বড্ড প্রিয়।
অন্ধকার ভালোবেসেছি বলে বিধ্বস্ত নিদ্রা আড়ি পেতেছে, হয়তো বেশ  আছি ভেবে আমার কবিতারা চুরমার হবে,
ভেঙে পড়বে আবেগের যতো সংলাপ
হৃদয় ছেড়ে পালাবে গহীন আলোর শব্দাবলী।
আমার আশৈশব লালিত জল অন্ধকার আঁকড়ে টলমলে ছন্দনদী সহসাই স্তব্ধ হবে  অনন্তকাল ধরে।