পূর্ণিমা আলোময় রাতে জোছনার প্লাবনে কিংবা কুয়াশার সিক্ত হবেনা তৃষ্ণার্ত হৃদয়।
পতিত জমির মতো পরে থাকবে জীবন!
একা শুধুই একা জীবন চলে যায় জীবন থেকে জীবনে।


মানুষ স্বপ্ন দেখে নিদারুণ কষ্ট ভুলে
অনিন্দ্য সুন্দর প্রকাশে
জয় করে আপনকে
জয়ী হয় মানবতা
জয়ী হয় মানুষ
বিপ্লবে।


দিনবদলের গানে কখনো মিথ্যে হয়ে যায় অবিনাশী কোন স্বপ্ন!
যারা বিক্রি করে রাতের কালো অন্ধকারে
তারা যদি আবার স্বপ্নের কথা শোনায় তখন নিশ্চয়ই স্বপ্ন দেখাতে চাওয়া
সেই সময় হাসিতে লুকায় মুখ মানুষ এবং অবিনাশী চাঁদ।