অনন্ত পথ
যদিও একা, তবুও অপেক্ষা আগত শুভদিনের
যে অপেক্ষা তুমিও রেখেছিলে একসময়
তোমার প্রিয়তমাকে!
সেও জানতো অপেক্ষা স্বপ্ন দেখায়।
অবিনাশী প্রেমে মানুষ অপেক্ষা করে আজীবন
অপেক্ষায়ই প্রগাঢ় স্বপ্ন দেখায়
একটি শুভমুহুর্তের।
সুনন্দিতা যে আসবে সেও নিশ্চয়ই সুন্দর হবে সত্যেকে ধরন করবে।
আগত প্রজন্ম জ্বালাবে আলোক শিখা
কেটে যাবে সব আঁধার
মানুষ সংগ্রামে জয়ী হবে জয় হবে মানবতার।
তুমি ভয় পেয়োনা জয় আসবেই
এই সংগ্রামে জয়ী হতেই হবে
সংগ্রামই সত্য
বিপ্লব স্পন্দিত বুকে জেগে আছে মানুষ রাতকে করে দিন চলছে তারা অবিরাম।
তুমি কি জানো সুনন্দিতা?
অবিরাম জীবন জয়ের স্বপ্ন এবং সংগ্রাম
মানুষ দেখেছিলো।
মানুষ যখন জয় করে তাদের মনুষ্যত্ব
সেতো হাজার হাজার বছর আগে
যে স্বপ্নের বীজ বপণ করেছিলো
একদল স্বপ্নচারী মহা মানুষ;
ভয় পেয়োনা সুনন্দিতা
জয়ী যে আমাদের হতেই হবে।
জয় আসছে একটু মাত্র অপেক্ষা
একটু মাত্র স্বপ্নের পথে এগিয়ে যাওয়া...
তবেইতো হবে জয়ী মানুষ এই মহা সংগ্রামে।