অরিন্দম:
সুনন্দিতা বলতে পারো ভালবাসা কেন এমন হয়
ভালবাসা দিতে নিতে মন করে সংশয়?
তবুও মানুষ ভালোবাসা চায় বিলিয়ে দেয় ভালোবাসা। অবিনাশী প্রেমে অবিনশ্বর অবিরাম থাকে নিশ্চয়ই।


সুনন্দিতা :
অরিন্দম তুমি আর আমি ভালবাসা দিতে নিতে এটাই শুধু জানি
কেন এসব কথা আজ কি তবে তুমি ঠিক নেই
মানে তোমার শরীর আর মন?
ভালোবাসা আছে বলেই এখনো সবাই জীবন জয়ের গান গায় - অবিনাশী ভালোবাসা বলে।


অরিন্দম:
সব আছে ঠিকই মাঝে মাঝে কেন নিজেকে নিয়ে ভয় হয়
যদি ঝড় আসে ভেঙ্গে দেয় আমাদের সাজানো বাগান?
যদি জয় না করতে পারি? যদি পরাজিত হয়ে যাই।


সুনন্দিতা :
এভাবে কেন ভাব আমি আছিতো
তোমার পাশে
থামিয়ে দেব সেই ঝড় বিশ্বাসের বিপ্লব হয়ে
আসবে না ঝড়
শান্ত হবে তুমি প্রশান্তিতে।
ভালোবাসা অবিরামভাবে জয় করে সমস্ত বিশ্বাস।


অরিন্দম :
যদি তুমি না থাকো তখন
চলে যাও দূরে অনেক দূের..
আমার সিমানা রেখার নাগালের বাইরে?
ভয় হয় কেন জানি অজানা আশংকা ঘিরে ধরে আমি যেন হারিয়ে যাই অজানায়।


সুনন্দিতা :
অরিন্দম আমি আছি থাকতেই যে এসেছি যাওয়ার প্রশ্ন কেন!
এসেছি তোমার হতে
উজার করে দিতে তোমায়
আমার যা আছে সে যে সবই তোমার
তোমার সৃষ্টিতেই আমি
তাহল!
ভয় কে জয় কর গান গেয়ে উঠো জীবন জয়ের।


অরিন্দম :
শান্তি শান্তি বড় শান্তি পেলাম সুনন্দিতা
দারুন বলেছো কথা বলতে শিখেছো তুমি অসাধারণ।
আমি আর ভয় নেই তুমি আছো বলে জয় করবো ভয় তুমি আমি জীবন জয়ের গানে আর ভালোবাসার গানে।