এখানে কাউকেই আর দরকার নেই!
দরকার নেই কারোই।


এখানে আমি একা
শুধুই একাই-
কোন প্রয়োজন নেই
প্রয়োজন হবার কথাও নেই কাউকেই;
আমি একা আর আমার সঙ্গী আমারই প্রিয় কবিতা।


অনেকটা পথ আজ একাই হেঁটেছি
কতটা সময় যদিও হিসেব রাখিনি!
যে সংগ্রামের মধ্যে আমার বেড়ে ওঠা
তাকে আজ শ্রদ্ধা করি
স্মরণ করি সেই সব দিন।


আমি সংগ্রামকেই ভালোবাসি
আর ভালোবাসি কবিতা
সংগ্রাম সত্য এবং সুন্দর
শেষ রাতের সাহসী স্বপ্নের মতো;
যে সংগ্রাম করতে পারেনা তাকে ঘৃণা করি।।


এখানে কেউ নেই!
কারও দরকারও নেই!
আমি একা এবং আমার সাথে অবিনাশী সব কবিতারা
যারা আমায় বাঁচতে শেখায়
স্বপ্ন দেখায় দিনবদলের স্বপ্ন।


একদিন তুমিও অবিনাশী কবিতার মতো স্বপ্ন দেখিয়েছিলে
যে স্বপ্নের সোপান তুমিই হয়তো দিয়েছিলে
স্বপ্নবান প্রেমিক পুরুষ সেজে
তোমাকেই করেছি নিবেদন
কখনো দেবী কখনো মহারাণী রূপে
যদিও আমি একা এবং একাই।


তোমার স্বপ্নগুলো অতীত হতে দেইনি দেবী হে মহারাণী
একটা স্বপ্ন দেখে নিদারুণ নিষ্ঠুর সব কষ্ট ভুলে হেঁটেছি পথ
দিন থেকে রাত
শহর নগর গ্রামে
যদিও তুমিই বলেছিলে থাকবে পাশে জীবন জয়ের গানে।


এখানে কেউ নেই
শুধু আমি একা
হেঁটে যাই অনন্ত পথ
সাম্যের চির আনন্দে জয়ী হতে
আমিও জয়ী হবো
না হয়ে সংসার বিবাগী।


এখানে কেউ নেই
কারও দরকার নেই
আমি একা
শুধুই একাই!
তোমার সুখের দিনে সঙ্গী হবোনা
এই পথ পাড়ি দেব একাই
এখানে কাউকেই প্রয়োজন নেই।





----------------------
সাতমাথা
মাহিগঞ্জ
রংপুর
০২.০৩.২০২১