এখানে কেউ নেই
থাকবার কথা ছিল
যে অনন্তকাল অপেক্ষায়
তার জন্য! অথচ এখানে কেউই নেই!
অপেক্ষা যদিও তাকে স্বপ্নিল রাত শুভময় দিন
মোটাভাত কাপড় আর দিনবদলের গান শুনাত।


এখানে কেউ নেই
যে অপেক্ষায় ছিল সেও আর এখানে নেই!
জীবন্ত স্বপ্নের পথে আগেও ছিল অপেক্ষায় স্বজন আপনজন কিন্তু এখন কেন কেউ থাকেনা কারো জন্য অপেক্ষায়; কেউ কি ছিল তার অপেক্ষায়?
স্বপ্ন এখন এই পথে একা...।


এখানে যার অপেক্ষায় থাকবার কথা ছিল সেও এখন আর অপেক্ষায় থাকেনা
অপেক্ষা সে যে যদি অবিরাম হয় তবে কেউকি কারো জন্য অপেক্ষায় থাকে!
সময় বদলাতে স্বপ্নর দরকার
এখানে কেউই স্বপ্ন দেখায়না
তারা যে দুঃস্বপ্নে পতিত
আজ আর তাদের জন্য কেউই অপেক্ষায় থাকেনা।।