তোমাকে দেখার পরে ক্লান্তি চলে গেছে একটা প্রশান্তির বাতাস এসে দোলা দিয়ে গেল; আনন্দিত হয়ে উঠলো চিত্ত।
ভালোলাগা আমায় দিয়ে যায়,
অনাদিকাল থেকে যে ভালোলাগার ভালোবাসা ঘিরে রেখেছিল মনের প্রতিটি কোনে।
তোমাকে দেখার পর সত্যিই আনন্দমুখর হয়ে গেল চারদিক; আনন্দিত আজ কবিও।
শুভমুহুর্ত উপভোগে তুমিও আসবে তোমার সময়ে সবই ঠিক করে রেখেছিলে! যখন এলে শরতের আকাশ জুড়ে সাদা মেঘ যেন উড়ে যায় সমস্ত আকাশ।
তোমাকে দেখার পরে ক্লান্তি চলে গেছে একটা প্রশান্তির বাতাস এসে দোলা দিয়ে গেল;
অবিনাশী প্রেমে আজ কবিও সাজে নিদারুণ ভাবে একটা স্বপ্নের পথে যে স্বপ্ন বুকে হয়তো তোমারি অপেক্ষায় এতকাল এতটা সময়।
তুমি যখন এলে কবিও প্রেমিকবেশে তোমাকে আবিস্কার করলো আর সমস্ত আবেগময় অনুভুতির স্বপ্রকাশ করেছে আজ তারই কবিতায়।
তোমাকে দেখার পরে ক্লান্তি চলে গেছে একটা প্রশান্তির বাতাস এসে দোলা দিয়ে গেল; আনন্দিত হয়ে উঠলো চিত্ত।