না আর আমি কোন দিকে তাঁকাতে পারিনি
আমার চোখ জুড়ে এখন তোমারি অবস্থান আগের মতোই।
সবকিছু আছে যা ছিলো আগের মতো
শুধু বদলে গেছো তুমি
যা ছিলে তুমি!
জীবন যুদ্ধে এখনো আছি তুমি যেমম প্রথম দেখায় আমাকে দেখেছিলে।
আমার জন্য প্রার্থণা করো না কোনদিন ;
জীবনের প্রথম বেলায় কাছে আসোনি
আসোনি আমার ভাঙা ঘরে..
আমি খুব ভালো আছি হয়তো বেঁচে আছি তোমার চাওয়া গুলো রাখতে পারিনি প্রিয়তমা আমার।
হৃদয় মন্দিরে যে আলপনা করেছিলাম তা আজও আছে ঠিক আগের মতো
রঙ একটুও বদলায়নি
বদলাবেইবা কেনো সে রঙ ভালোবাসার বিশ্বাসের আমার চেতনার আর তোমার হৃদয় নিঙড়ানো শুভ্রতা।
আমাকে পাঠানো প্রদীপটা এখনো জ্বলে আমার অন্ধকার ঘরে
আমি আলোকিত তাঁর আলোয়
পথ থেকে পথে আলো দেখায়।
তুমি বারবার বলেছি আমি যেন থাকি শুধু তোমারি হয়তো আছি এখনো তোমার।
ভালোবাসার রঙ এখনো টানে শরত শুভ্রতায়
এখনো কাঁশ বনে কাঁশ ফুলে নিজের শুভ্রতা খুঁজে পাই!