কতগুলো বসন্ত চলে যায়
চলে যায় জীবনের বসন্ত
চলে গেল কতদিন, কত বছর
তবুও আমি সেই স্মৃতিকে আঁকড়ে ধরে
হয়ে যাই এই দিনে কেন পরিবর্তন?
মৃতকল্প জাগিয়ে রাগে অপেক্ষায়
স্মৃতিগুলো হয়তো আমায় তাড়িয়ে বেড়ায় ;
তবুও আমি উৎসব সাজাই তোমার জন্মদিনের
উৎসবে মাতি সুপূর্ণিমারাতে...
কবেকার সেই দিন সেই স্মৃতি কালো পাহাড় কিংবা রক্তাক্ত সিঁদুর।
প্রিয় শহিদ মিনার এখনো স্বাক্ষী, চা বাগান, মন্দির-মসজিদ, বিশাল অট্টালিকাও আছে আগের মত
শুধু নেই তুমি আর আমি!
মাধবকুণ্ড ঝর্নার জলের আসে সব মানুষ সিক্ত হতে মন শরীর কিন্তু নেই আমি নেই তুমি!
মনে আছে আমাদের সেই দিনগুলোর কথা নাকি সব ভুলে তুমি আছ আগের মতো আর আমি তোমার স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে আছি।
কতগুলো বসন্ত চলে যায়, চলে যায় কতদিন কত বছর তবুও আমি কেন এই দিন এলেই অপরিবর্তিত হয়ে যাই?
স্মৃতিগুলো আমাকে তাড়িয়ে বেড়ায়, আমি উৎসব সাজাই তোমার জন্মদিনের।
কতদিন কত প্রহর আমি অপেক্ষায় থাকি অপেক্ষা আমায় স্বপ্ন দেখায়।
তোমার স্মৃতি আমায় তাড়িয়ে বেড়ায় ভালোবাসার অজুত স্বপ্নে।