প্রভাতী গানে ফিরে এলো দিন
মানুষে মানুষে ভালবাসায়, প্রীতি ও প্রেমে মিলেছে একটি মাত্র চেতনায়,
এসো বৈশাখ এসো সাম্যের গানে।
আজ আনন্দময় দিন আন্দোলিত চারপাশ,
স্বপ্নরা নতুন স্বপ্ন দেখায় চির নতুনের গানে,
হে বৈশাখ হে চিরনতুনের গান সম্মিলিত উচ্চারণে প্রাণ এনেছো প্রাণে।
নেই কোন ভেদাভেদ মিলিয়ে ভালোবাসা সমর্পিত আজ সম্প্রীতি, হে বৈশাখ হে তারুণ্যের জয়গানে রাঙিয়ে দিলে আমাদের শুধু মানুষ আর মানুষের প্রেমে।
_____________
সম্পাদনা
লালমনিরহাট।
০২.০১.১৪৩২