চুপটি করে আছো কেন রাগ কি এখনো আছে বুঝি যদিও তুমি রেগে গেলে দেখতে ভালোই লাগে তোমাকে; মাঝেমাঝে রাগই ভালো সেটি আমার জন্য।


এবার আমার দিকে তাকাও তাকাও না একটু ফিরে চাও! আর রেগে থেকো না বেশি রেগে থাকলে শরীর খারাপ হবে, লক্ষ্মী সোনা,
একশ আটটা নীল পদ্ম আনতে পারিনি হয়তো কোনদিন তোমার জন্য;
আমিতো ফুটিয়েছি ভালোবাসার ফুল তোমার শরীরের বাম দিকটায়
যেখানে মানুষের অস্তিত্ব থাকে।


হাসি ফুটলো তাহলে দেবীর! তুমি হাসলে হেসে উঠে আমার সমস্ত ভালোবাসা এসে ভর করে চারদিক পূর্ণতা আনে মনে,
চৈতি পূর্ণিমা রাতে চল
কাটাই সময়,
তারার সাথে করি মিতালী, রাত গভীর হবে আরো আলোয় ভরে যাবে আকাশ
আলোকময় দিগন্ত তুমি আর আমি।