চলে যাচ্ছো
সত্যিই চলে যাও
এভাবে চলে গেলে বিরহ বাতাসে রেখে লুপ্ত হয়ে গেলো আলো রেখা ফেকাসে রঙ চারদিক
তুমি চলে যাচ্ছো বলে।
যদি জয় করে থাকো পরম সত্যিকে তবে কেন অবিশ্বাস গিলে খেলো সুসময়;
অনন্ত পথে অপেক্ষা
কুয়াশার বিষ্টি যদি ভিজিয়ে দেয় তোমার লাবণ্য?
চলে যাচ্ছো এভাবেও চলে যাওয়া যায়?
নদীর মতো চলমান জীবনে সব কি সুখের দিন হয়! এখানে সংসারী থাকে আবার সংসার বিবাগীও থাকে, মেনে নিয়ে চলার নামই হয় সংসার।
চলে যদি যাবে তবে কেন ফিরে এসেছিলে কেনইবা হৃদয় স্পর্শ করেছিলে বাসর রাতের ভাবনায়! বিরহী বাতাসে যে গন্ধ লুকিয়ে আছে তাকে কি করে ভুল ভেবে চলে যাও।