বঙ্গবন্ধু আসছেন
ফিরে আসছেন বাংলাদেশে
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধু ফিরে আসছেন
তাঁর চিরচেনা এই বাংলায়।


বাঙলির হাজার বছরের নিংড়ানো
লাঞ্জণা,ক্ষোপ আর বিক্ষোপে
অগ্নিরূপে তিনি এলেন
জাগাতে সংসার আর অন্ধকার সমাজ।
ফিরে আসছেন তিনি।


স্বাধীনতার অমর কবি হয়ে
দেশে থেকে দেশান্তরে ছুটে
বেড়ালেন
তৃতীয় বিশ্বের মহান নেতা
তিনিই আমাদের জাতির জনক
বঙ্গবন্ধু মুজিব।


বঙ্গবন্ধু আসছেন
ফিরে আসছেন বাংলাদেশে
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধু ফিরে আসছেন
তাঁর চিরচেনা এই বাঙালায়।


মানুষে মানুষে হিংসা
জাতিতে জাতিতে দন্দ্ব
পিছিয়ে যায় মানুষ
পিছিয়ে যায় প্রান্তিক জনগোষ্ঠী
ঘুমিয়ে থাকা চেতনা জাগাতে
গ্রাম থেকে গ্রামে
শহর থেকে শহরে
দৃপ্ত কণ্ঠে শোনালেন
অভয়বাণী।


জেগে উঠে দেশ জেগে উঠে মানুষ
প্রস্তুত করে
অধিকার থেকে স্বাধিকারে
চেতনা ফিরে আসে সমস্ত বোধ
ফিড়ে পায় জাগ্রত হয়
অধিকারহীন মানুষ।


স্বাধীনতার ডাকে
জেগে উঠেছে পিছিয়ে পড়া বাঙলা
হাতে রেখে হাত সবাই
নেমেছে পথে-
তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা।
তুমি কে আমি কে?
বাঙালি বাঙালি।


নেতা এলেন সব অপেক্ষার শেষে
হয়ে উঠলেন পিতা
দিলেন স্বাধীনতার ডাক
"এবাবের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম
এবাবের সংগ্রাম মুক্তির সংগ্রাম"।


বঙ্গবন্ধু আসছেন
ফিরে আসছেন বাংলাদেশে
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধু ফিরে আসছেন
তাঁর চিরচেনা এই বাঙালায়।