আর স্বপ্ন দেখবেনা
কোন কবি ও কবিতা
স্বপ্ন নিয়ে আর স্বপ্নিল রাতে
ডাকবেনা কোনদিন
আর রাতের আকাশে জ্বলজ্বল করে
এমন কোন সুপূর্ণিমা উৎসবে আসবেনা
প্রেমিক কিংবা প্রেমিকা
সবাই সবার মতো করে রাতজাগা পাখির সাথে জাগবেনা কোন রাত
বিরহী হবেনা কোন কোকিল।
শুধু তোমার ভালো থাকাটাকে দেখবে বলে মহারাণী;
নিজেকে প্রয়োজন মিটিয়ে এগিয়ে যাও
শুভদিনে শুভ সময়ে।


'এখন আর স্বপ্ন  দেখিনা
যখন তোমায় দেখেছিলাম ভালবাসার আলিঙ্গনে
আমায় যদি কষ্টের মধ্যে রাখবে
তবে কেন ভালবেসেছিলে বাসর রাতের ভাবনায়'
একথা বলবেনা কোন প্রেমিক পুরুষ।


হে মহারাণী হে দেবী
অবিনাশী কবিতা খুঁজে ক্লান্ত হবে কোন কবি;
যতটা প্রয়োজন মিটিয়ে নাও
সুখময় স্বস্তিতে
আর আসবেনা কবিতার মতো উচ্চারিত হয়ে
কোন কবিতা
কবি এখন দিকভ্রান্ত হয়ে ছুটবেনা কোন
সাগর নদী পাহাড়ে
সব দোষ খুঁজে ক্লান্ত হওয়ার আগে কখনো কখনো পরাজিত হতে হয়
শুধু তুমি জয়ী হতে আজ না হয় পরাজয় স্বীকার করে ফিরে যেতে হবে কবি ও কবিতা।